পারিবারিক ব্যয় ও সামাজিক চাপ: বদলাচ্ছে সম্পর্ক
ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় দেশের অসংখ্য পরিবারের ভেতরের সম্পর্কের গতিপথ বদলে দিচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসা খরচ বাড়তে থাকায় পারিবারিক সিদ্ধান্ত, দায়িত্ব বণ্টন এবং পারস্পরিক বোঝাপড়ায় নতুন চাপ তৈরি হচ্ছে।
বিভিন্ন পরিবারে আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একাধিক সদস্যের আয় নির্ভরতা বাড়ছে, ফলে পারিবারিক ভূমিকা ও কর্তৃত্বের চিরাচরিত ধারণায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে স্বামী–স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আর্থিক বিষয়গুলো আলোচনার কেন্দ্রে চলে আসছে বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা।
সামাজিক চাপও এই পরিস্থিতিকে আরও জটিল করছে। বিয়ে, উৎসব, সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক দায়বদ্ধতা বজায় রাখতে গিয়ে অনেক পরিবার বাস্তব সক্ষমতার বাইরে গিয়ে ব্যয় করছে। এতে আর্থিক চাপের পাশাপাশি মানসিক দূরত্ব তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে।
আরও পড়ুনবিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন শুধু অর্থনৈতিক নয়; এটি সামাজিক কাঠামোর ভেতরে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তারা বলছেন, খোলামেলা পারিবারিক যোগাযোগ, বাস্তবসম্মত ব্যয় পরিকল্পনা এবং সামাজিক প্রত্যাশা পুনর্মূল্যায়ন না হলে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে।
মন্তব্য করুন









