Expected Credit Loss (ECL) বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে IFRS-9 এর আওতায় Expected Credit Loss (ECL) Implementation বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি গুলশানস্থ রিলায়্যান্স বিল্ডিং এ ব্যাংকের ট্রেনিং একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।
প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন PricewaterhouseCoopers (PwC) বাংলাদেশের ম্যানেজার জনাব আব্দুর রহমান। তিনি IFRS-9, ECL মডেলিং, স্টেজিং (Stage-1, Stage-2 ও Stage-3), Probability of Default (PD), Loss Given Default (LGD), Exposure at Default (EAD) এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ECL বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপন করেন।
আরও পড়ুনঅনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও জনাব মোঃ শাহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ হোলসেল ব্যাংকিং ডিভিশনজনাব মোঃ জাহাঙ্গীর আলম, PricewaterhouseCoopers (Pwe) বাংলাদেশের ডিরেক্টর (Advisory) সায়েকা মসলেম সহ ব্যাংকের সংস্লিস্ট বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে IFRS-9 অনুযায়ী ECL বাস্তবায়নে ব্যাংকের সক্ষমতা আরও জোরদার হবে।
মন্তব্য করুন





_medium_1769688320.jpg)



