ভিডিও শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ১২:২০ রাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

রংপুর-২ আসনে নির্বাচনি মাঠে পাঁচ প্রার্থীর চলছে বিরামহীন প্রচারণা

রংপুর-২ আসনে নির্বাচনি মাঠে পাঁচ প্রার্থীর চলছে বিরামহীন প্রচারণা

বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে পাঁচজন প্রার্থীই ভোটের মাঠে নিজেদের বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজ নিজ নির্বাচনি পথসভায় ব্যস্ত প্রার্থীরা। তাদের পাশাপাশি প্রার্থীর পক্ষে দ্বারে দ্বারে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন কর্মী-সমর্থকরা। ফলে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে নির্বাচন পুরোপুরি জমে উঠেছে।

প্রতিদ্বন্দ্বীরা হলেন- বিএনপি’র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মন্ডল (লাঙল), জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী (হাতপাখা) এবং জেএসডি’র আজিজুর রহমান (তারা)।

উল্লেখ্য- রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মোট ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এর মধ্যে বদরগঞ্জে একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়ন রয়েছে। এছাড়া তারাগঞ্জে পাঁচটি ইউনিয়ন রয়েছে। জানা যায়, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন।

আরও পড়ুন

এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬২৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। এবারে ভোটার সংখ্যা বেড়েছে ২৩ হাজার ৮৭৫টি। বদরগঞ্জ উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৯৪টি এবং তারাগঞ্জ উপজেলায় ৪৩টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর-২ আসনে নির্বাচনি মাঠে পাঁচ প্রার্থীর চলছে বিরামহীন প্রচারণা

দিনাজপুরের নবাবগঞ্জে বেড়েছে ভূট্টা ও সরিষা চাষ, কমেছে আলু

লালমনিরহাটে ডিলারদের গুদামে সার পাওয়া না গেলেও বাজারে মিলছে দ্বিগুণ দামে

আমরা আগের মত পেশী শক্তির রাজনীতিতে ফিরতে চাই না : আখতার হোসেন

দিনাজপুরে নির্বাচনে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালনে প্রস্তুত

সিরাজগঞ্জে অনিয়মের অভিযোগে ইউপি সচিব সাময়িক বরখাস্ত