ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:২৬ রাত

পঞ্চগড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিলেন সারজিস আলম

পঞ্চগড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিলেন সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণের দাবিসহ পাঁচ দফা দাবিতে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সাথে জরুরি বৈঠকে বসেন পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম ও জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন। পরে দাবিগুলো জরুরি বাস্তবায়নের আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

এসময় সারজিস আলম বলেন, অবৈধ ব্যানার ফেস্টুন আগামী সপ্তাহের মধ্যে সরাতে হবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করতে হবে। বিগত তিনটি নির্বাচনে দ্বায়িত্ব পাওয়াদের বাদ দিতে হবে। সেইসাথে মাদ্রাসা শিক্ষকদের নির্বাচনে দ্বায়িত্ব দিতে হবে। রাজনৈতিক পদধারীদের বাদ দিতে হবে। তিনি আরও বলেন, এই বাংলাদেশ আগের বাংলাদেশ না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। কোন অন্যায় অনিয়ম হলে আর কোন প্রতিবাদ নয় প্রতিহত করা হবে।

আরও পড়ুন

জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান বলেন, বিএনপি ও ১১ দলের প্রার্থীকে আচরণবিধির বিষয়ে আমি জানিয়েছি। তারা এসব মেনে চলবেন বলে জানিয়েছেন। ১১ দলের যে কয়েকটি দাবি দেয়া হয়েছে। সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন।

এর আগে গত বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত টাকা ৫ ঘণ্টা অবস্থান নিয়ে নির্বাচনে নানা অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা। রাতেই ৫ দফা দাবি জানিয়ে কর্মসূচি সাময়িক প্রত্যাহার করলেও আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিলেন সারজিস আলম

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

১১ দলের জনপ্রিয়তায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : দেলাওয়ার হোসেন

বগুড়ায় বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও সংগ্রামের ছবির প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়

সিরাজগঞ্জের পরিত্যক্ত জমিতে বরই চাষ

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ