ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ রাত

১১ দলের জনপ্রিয়তায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : দেলাওয়ার হোসেন

১১ দলের জনপ্রিয়তায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, টেকনাফ থেকে তেতুঁলিয়া, রুপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের প্রতিনিটি প্রান্তরে মানুষ জনস্রোতের মতো করে দাঁড়িপাল্লা এবং ১১ দলের পক্ষে যখন সমবেত হচ্ছে, তখন তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারা জিততে পারবে না, এটা নিশ্চিত হয়ে গেছে।

যার কারণে আজকে তারা পাগল হয়ে গেছে। আমাদের মহিলা কর্মীদের বাধা দিচ্ছে, তাদের ওপর হামলা চালাচ্ছে। পুরুষ কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, তাদের বাড়ির ভেতরে গিয়ে হামলা করছে, হুমকি দিচ্ছে। গত বুধবার শেরপুরে হামলা চালিয়ে একজন জামায়াত নেতাকে নির্মমভাবে হামলা চালিয়ে শহিদ করেছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত দাঁড়িপাল্লার নির্বাচনি জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি কমে যাবে। ৫ আগস্টের পরদিনি থেকেই যেভাবে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি শুরু হয়েছিল, যেভাবে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মানুষকে মেরে হত্যাযজ্ঞ শুরু হয়েছে, এই দৃশ্যগুলো দেশের মানুষকে এতোটাই হতবাক করে দিয়েছিল যে, আমরা যে স্বপ্ন, আকাঙ্খা নিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে নতুন বাংলাদেশ গড়লাম, সেই বাংলাদেশের স্বপ্ন ধূলিস্মাৎ হয়ে গেল।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সোলায়মান আলী, সদর উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, ওলামা মাশায়েখ পরিষদের ঠাকুরগাঁও পৌর সভাপতি মাওলানা আ.ন.ম আব্দুল হাকিম জিহাদি, জেলা এনসিপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের জনপ্রিয়তায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : দেলাওয়ার হোসেন

বগুড়ায় বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও সংগ্রামের ছবির প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়

সিরাজগঞ্জের পরিত্যক্ত জমিতে বরই চাষ

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রংপুরে তারেক রহমান আসছেন শুক্রবার

পাবনার সুজানগর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সাত মাস বেতন বঞ্চিত