ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:৩৬ রাত

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ছবি : দৈনিক করতোয়া

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে ৷ প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার এবং বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার ও প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এছাড়াও, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন

তিনি বলেন, সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচণ্ড প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গতিকে আরও বেগবান করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো. মাসুদ রানা, পিএসসি, পিএইচডি, শিক্ষকমণ্ডলীসহ বগুড়া সেনানিবাসের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রংপুরে তারেক রহমান আসছেন শুক্রবার

পাবনার সুজানগর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সাত মাস বেতন বঞ্চিত

সমাবেশ রাতে হলেও বিকেল থেকে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ পরিপূর্ণ

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, আসন প্রতি লড়বে ১০২ জন

শেরপুরে বিজিবি মোতায়েন