ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:৪২ রাত

দিনাজপুরে নির্বাচনে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালনে প্রস্তুত

দিনাজপুরে নির্বাচনে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালনে প্রস্তুত

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর ৬টি সংসদীয় আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনে মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, জেলার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

এসময় তিনি বলেন, জেলার ৬টি সংসদীয় আসনে বিজিবি অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ে দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার বিওপিসমূহে জনবল বৃদ্ধি করে বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে।

আরও পড়ুন

দিনাজপুর জেলার ৭টি সীমান্তবর্তী উপজেলার মধ্যে ৫টি উপজেলা বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুরে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। অপর দু'টি উপজেলা সদর ও চিরিরবন্দরে সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বিজিবি সূত্রে জানা যায়, জেলার ৬টি নির্বাচনি আসনে ৪২-বিজিবির ১৯ প্লাটুনসহ সর্বমোট ৩৭ প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জেলায় মোট ৮৪৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে গতকাল বৃহস্পতিবার থেকে সবগুলো উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নির্বাচনে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালনে প্রস্তুত

সিরাজগঞ্জে অনিয়মের অভিযোগে ইউপি সচিব সাময়িক বরখাস্ত

পঞ্চগড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিলেন সারজিস আলম

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

১১ দলের জনপ্রিয়তায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : দেলাওয়ার হোসেন

বগুড়ায় বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও সংগ্রামের ছবির প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়