গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মমিন মিয়া (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কোচাশহর ইউনিয়নের সিংগা রতনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মমিন মিয়া ওই এলাকার মাহাবুর রহমান মন্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামানের নেতৃত্বে আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের সিংগা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মমিন মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষে চৌকির নিচে প্লাস্টিকের বস্তার ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনগাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজার বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় মমিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন







