ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:২৮ রাত

এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় দেশের ভবিষৎ রক্ষার সংগ্রাম : এটিএম আজহারুল ইসলাম

এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় দেশের ভবিষৎ রক্ষার সংগ্রাম : এটিএম আজহারুল ইসলাম

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, আমরা মানুষকে ত্রাণনির্ভর করে রাখব না। কর্মসংস্থানের ব্যবস্থা করবো, যাতে মানুষ সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে।

এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশের ভবিষৎ রক্ষার সংগ্রাম। গতকাল মঙ্গলবার রাত ৮টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন জামায়াত আয়োজিত স্থানীয় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্রসমাজের আন্দোলনের মুখে ওই সরকার অবশেষে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাকে বিনা অপরাধে ১৪ বছর কারাবন্দি করে রাখা হয়েছিলো। আমার বিরুদ্ধে তিনটি ফাঁসির আদেশও দেওয়া হয়েছিলো। কিন্তু মহান আল্লাহর রহমতে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, জীবনে আমার চাওয়া-পাওয়া নেই। বাকি জীবনটা আমি আপনাদের খাদেম হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন এই আশাই রাখি। উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জামায়াতের আমির রুস্তম আলী, প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় দেশের ভবিষৎ রক্ষার সংগ্রাম : এটিএম আজহারুল ইসলাম

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তুলবে : অধ্যক্ষ শাহাবুদ্দীন

জয়পুরহাটে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলার বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থী কাজী রফিকের গণসংযোগ

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন