ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪৬ রাত

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে জখম

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে জখম। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে প্রতিমা নিয়ে ‘গস্ত’ (শোভাযাত্রা) দিতে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লুমন ঘোষ (২৭) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এর আগে গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে পৌরশহরের সকাল বাজার ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার কানাই লাল ঘোষের ছেলে।

এলাকাবাসি ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা নিয়ে ‘গস্ত’ দেওয়ার জন্য বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের হাটখোলা মোড়ে পৌঁছলে শিশুপার্ক এলাকার আতিক, অপূর্ব ও বিশাল মোটরসাইকেলে দ্রুত গতিতে ভিড়ের ভেতর ঢুকে পড়ার চেষ্টা করে।

এতে মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় লুমন ঘোষসহ শোভাযাত্রায় থাকা লোকজন তাদের বাধা দেয় এবং সাবধানে যাতায়াত করতে বললে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে রাত ১২টার দিকে লুমন ঘোষ তার বাড়ির সামনে একা অবস্থানকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে লুমনের মাথার চারটি স্থানে কুপিয়ে জখম করে ও পায়ে আঘাত করে।

আরও পড়ুন

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় লুমনের মা শেফালী রানি ঘোষ বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে জখম

দীর্ঘ প্রতিক্ষার পর তারেক রহমান বৃহস্পতিবার প্রিয় পিতৃভূমিতে আসছেন

বগুড়ার শহীদ খোকন পার্কে খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনী বৃহস্পতিবার

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

পাবনা-২ আসনে প্রচার প্রচারণায় সরব ধানের শীষ-দাঁড়িপাল্লা