ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৮ রাত

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি  বলেন, এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে, হাসিনা ভারতবর্ষে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থনকারী রয়েছে, তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি।

পথসভায় বিএনপির মহাসচিব বলেন, আমরা হিন্দু ভাই-বোনদের পরিষ্কারভাবে বলছি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, সাধারণ মানুষ, তাদেরকে আমরা বুকের মধ্যে রেখে দেব, আগলে রাখব।

মির্জা ফখরুল বলেন, মাত্র ১৫ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের মনে আছে, এর আগে আমরা এমপি নির্বাচন করছি, ১৫ বছর আগে, মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারি নাই। সব ভোট ফ্যাসিস্ট নিয়ে গেছে, তাদের লোকজন ও প্রশাসনের মাধ্যমে।

আরও পড়ুন

এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি। অর্থাৎ যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবেন।

তিনি বলেন, এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দেবেন, তাহলে আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ পাব।

বক্তব্য শেষে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীর্ষে ভোট চান বিএনপি প্রার্থী মির্জা ফখরুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

পাবনা-২ আসনে প্রচার প্রচারণায় সরব ধানের শীষ-দাঁড়িপাল্লা

১২ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

বগুড়ার শেরপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ: নারীসহ আহত ৪

নাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা

ভৈরবে তিন হাজার ৯২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক