ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৫২ রাত

পাবনা-২ আসনে প্রচার প্রচারণায় সরব ধানের শীষ-দাঁড়িপাল্লা

পাবনা-২ আসনে প্রচার প্রচারণায় সরব ধানের শীষ-দাঁড়িপাল্লা। ছবি : দৈনিক করতোয়া

সুজানগর (পাবনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে ৫ জন সংসদ সদস্য পদপ্রার্থী অংশ নিলেও ভোটের মাঠে সরব বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. এ.কে.এম সেলিম রেজা হাবিব ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুজানগর উপজেলা জামায়াতে ইলামীর আমির মো. হেসাব উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলের প্রার্থীদের কমবেশি পোস্টার দেখা গেলেও তাদের গণসংযোগ বা সভা-সমাবেশ চোখে পড়ছেনা।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই বিএনপি ও জামায়াত প্রার্থীর প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনি এলাকা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যাচ্ছে উভয় দলের প্রার্থী ও সমর্থকদের। এসময় নির্বাচনে জয় লাভ করলে এলাকার উন্নয়নে বিভিন্ন অবদান রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

তবে এলাকার রাজনৈতিক সচেতন মহলের ধারণা, এ আসনে জামায়াত প্রার্থী মো. হেসাব উদ্দিন এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিপরীতে বিএনপি প্রার্থী সেলিম রেজা হাবিব এ দফা দিয়ে ৭ বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে হেসাব উদ্দিনের চেয়ে সুবিধাজনক অবস্থায় আছেন সেলিম রেজা হাবিব।

আরও পড়ুন

নির্বাচনি এলাকার মানিকহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খান বলেন, পাবনা-২ আসনে জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলের ভোট এবং কর্মী-সমর্থক থাকলেও তৃণমূল পর্যায়ে বিএনপির মতো কোন শক্তিশালী সংগঠন নেই। পাশাপাশি বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব একজন কর্মীবান্ধব নেতা। বিগত দিনে বিভিন্ন ক্ষেত্রে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।

ফলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তার পক্ষে। এদিকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. হেসাব উদ্দিন বলেন, নির্বাচনি মাঠে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। কাজেই আমি জয়ের ব্যাপারে আশাবাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-২ আসনে প্রচার প্রচারণায় সরব ধানের শীষ-দাঁড়িপাল্লা

১২ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

বগুড়ার শেরপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ: নারীসহ আহত ৪

নাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা

ভৈরবে তিন হাজার ৯২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মতিঝিলে নির্বাচনী প্রচারণা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী