ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৯:২২ রাত

নির্বাচনী তৎপরতায় কুড়িগ্রামে বিজিবি’র চেকপোস্ট ও তল্লাশি

নির্বাচনী তৎপরতায় কুড়িগ্রামে বিজিবি’র চেকপোস্ট ও তল্লাশি। ছবি : দৈনিক করতোয়া

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। চলছে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়মিত তল্লাশি।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তৎপরতা চালায় বিজিবি সদস্যরা। নির্বাচনকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সাতটি উপজেলায় অবস্থিত ৬১৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে মোট ২৭ প্লাটুন বিজিবি সদস্য। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে বিজিবি। মাঠপর্যায়ে তাদের দৃশ্যমান উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

জনগণের জানমাল ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি, যাতে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ নির্বাচনকে বিঘ্নিত না করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী তৎপরতায় কুড়িগ্রামে বিজিবি’র চেকপোস্ট ও তল্লাশি

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশু উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

ঠাকুরগাঁও হাসপাতালে লিফট বন্ধ ১২ দিন : কাঁধে রোগী বহন

বগুড়া সারিয়াকান্দির ইউসিসিএ লিঃ এর কর্মচারীদের ৫০ মাসের বেতন বাকি

পাটোয়ারীর নির্বাচনি প্রচারণায় তৃতীয়বারের মতো ডিম নিক্ষেপ

তারেক রহমানের প্রচারণায় জীবন্ত লিফলেট : যেভাবে মাথায় এলো আইডিয়া