বগুড়ার গাবতলীতে আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে আলমগীর রহমান আলম নামের এক ব্যক্তির বরতবাড়ির দু’টি টিনসেড ঘরের মালামাল আগুনে পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) রাত ২টায় উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উওরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উওরপাড়া গ্রামের আবুল সরকারের ছেলে আলমগীর রহমান আলমের বসতবাড়ির দু’টি টিনসেড ঘরে রাত ২টায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মহূর্তেই দু’টি ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনএসময় আলমের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিভানো চেষ্টা করেন। সংবাদ পেয়ে গাবতলী ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন। আলমগীর রহমান আলম জামায়াতের সাবেক নেতা ছিলেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার এবং মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন




_medium_1769609687.jpg)

_medium_1769607432.jpg)

