জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তুলবে : অধ্যক্ষ শাহাবুদ্দীন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনের জামায়াত ইসলামী মনোনীত ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত দেশ গড়বে। তিনি আজ বুধবার (২৮ জানুয়ারি) বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর এদেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের সরকারকে দেখেছে। এবার এদেশের মানুষ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, সোনাতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল করিম।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন, বগুড়া শহরের আইন বিষয়ক সম্পাদক এড. শাহিন মিয়া, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল, দলের উপজেলা কমিটির সেক্রেটারী প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী মাওলানা জহুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, শেখ শাকিল, ফজলে রাব্বী নাসিম, লাবিবুল হাসান প্রমুখ।
মন্তব্য করুন







