ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:২৪ রাত

সিরাজগঞ্জের চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের চালক নেই

সিরাজগঞ্জের চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের চালক নেই। ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স থাকলেও গত তিন বছর ধরে নেই কোনো নিয়মিত ড্রাইভার। এতে জরুরি মুহূর্তে রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।

চৌহালী হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৩ সালের মার্চ/এপ্রিল মাসে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত ড্রাইভার অবসরে যান। এরপর থেকে এখন পর্যন্ত নতুন কোনো ড্রাইভার নিয়োগ হয়নি। ফলে রোগী রেফার কিংবা জরুরি ভিত্তিতে নাগপুর, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানে নেওয়ার মতো সরকারি পরিবহনের ব্যবস্থা নেই।

বর্তমানে লক্কর-ঝক্কর যে অ্যাম্বুলেন্স আছে সেটাও চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন ফিরোজ আহমেদকে দিয়ে। তাই বিকল্প হিসেবে রোগীদের ভরসা এখন সিএনজি অথবা অটো ভ্যান। এসব জরাজীর্ণ পরিবহন ব্যবহারে যেমন রোগীর ঝুঁকি বাড়ার সাথে সাথে বাড়তি অর্থ ও সময় ব্যয় হচ্ছে।

আরও পড়ুন

জানা যায়, সম্প্রতি উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের এক গর্ভবতী নারী, তানিয়া খাতুন (ছদ্মনাম), স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে গেলে তারা সিজার বা অস্ত্রোপচারের পরামর্শ দেন। তখন তাকে পরিবারের সিদ্ধান্তে সিএনজি ভাড়া করে টাঙ্গাইল নেওয়া হয়। এতে ১২শ’ টাকা সিএনজি ভাড়া দিতে হয়। অথচ সরকারি অ্যাম্বুলেন্স থাকলে কিলোমিটার প্রতি ১০ টাকা হিসেবে ৩০ কিলোমিটার সর্বোচ্চ ৩০০ টাকা খরচ হতো।

এ বিষয়ে চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম. কায়সার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সের কোনো ড্রাইভার না থাকায় রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পুলিশ হেনস্থাকারী ও চালকসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জের চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের চালক নেই

রংপুরের তারাগঞ্জে ইউএনও পরিচয়ে ফোন করে টাকা দাবি

বগুড়ার নন্দীগ্রামে মাটি কাটা ও বিক্রির দায়ে এস্কেভেটরের বিভিন্ন সরঞ্জামদি জব্দ

দিনাজপুরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে ছেলের আত্মহত্যা

রংপুরের তারাগঞ্জে দু’জনকে পিটিয়ে হত্যা, জামিনে বেরিয়ে রুপলালের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি