ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:১৭ রাত

রংপুরের তারাগঞ্জে ইউএনও পরিচয়ে ফোন করে টাকা দাবি

রংপুরের তারাগঞ্জে ইউএনও পরিচয়ে ফোন করে টাকা দাবি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে মোবাইল ফোনে ইটভাটাসহ অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ইউএনও মোনাববর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে উপজেলা প্রশাসনের ফেসবুকে সতর্কবার্তা পোস্ট করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফেসবুক স্ট্যাটাসে ইউএনও লেখেন- ০১৮২৫৬৩৯৮৫৩ উপরের নাম্বার থেকে উপজেলা নির্বাহী অফিসার তারাগঞ্জ নামের কথা বলে ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ও মানুষের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে যা সম্পূর্ণরুপে প্রতারণামূলক। এই বিষয়ে সকলকে সর্তক থাকার জন্য এবং উপজেলা নির্বাহী অফিসারের পরিচয়ে কোন অনৈতিক দাবি কিংবা লেনদেন না করার অনুরোধ জানানো হচ্ছে।

উক্ত প্রতারণার ফাঁদে কেউ যেন পা না দেন। এ ধরনের কোন ফোন কল বা আর্থিক দাবি পেলে অনুগ্রহ করে বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনকে অথবা নিকটস্থ থানাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। জানা যায়, গত সোমবার কয়েকজন ইউপি সদস্য ও একজন গ্রাম পুলিশকে ইউএনও পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ীর ফোন নম্বর সংগ্রহ করে দেওয়ার জন্য বলে ওই প্রতারক চক্র।

আরও পড়ুন

কয়েকজনের নাম সংগ্রহ করে দিলে প্রতারক চক্রটি ইটভাটা মালিক ও কয়েকজন ব্যবসায়ীকে ফোন দিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। বিষয়টি ইটভাটার মালিক ইউওএনকে অবগত করেন। ইউএনও মোনাববর হোসেন বলেন, বিষয়টি জানার পর সাথে সাথে সবাইকে প্রতারণার বিষয়ে সর্তক করেছি। কোন প্রকার চাঁদা বা টাকা দাবি করলে আমাকে জানানোর অনুরোধ করেছি। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে ইউএনও পরিচয়ে ফোন করে টাকা দাবি

বগুড়ার নন্দীগ্রামে মাটি কাটা ও বিক্রির দায়ে এস্কেভেটরের বিভিন্ন সরঞ্জামদি জব্দ

দিনাজপুরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে ছেলের আত্মহত্যা

রংপুরের তারাগঞ্জে দু’জনকে পিটিয়ে হত্যা, জামিনে বেরিয়ে রুপলালের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি

সরকারকে জনগণের হাতের মুঠোয় নিয়ে আসবো : ববি হাজ্জাজ

তারেক জিয়ার অনেক কাজ, ওদের নিয়ে চিন্তার সময় নেই : মির্জা আব্বাস