ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:১৭ রাত

বগুড়ার নন্দীগ্রামে মাটি কাটা ও বিক্রির দায়ে এস্কেভেটরের বিভিন্ন সরঞ্জামদি জব্দ

বগুড়ার নন্দীগ্রামে মাটি কাটা ও বিক্রির দায়ে এস্কেভেটরের বিভিন্ন সরঞ্জামদি জব্দ। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে অবৈধভাবে মাটি কাটা, মাটি বিক্রি ও জমি ভরাটের দায়ে মালিকের অনুপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় একটি এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামে অভিযান চালিয়ে এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।

প্রশাসন সূত্রে জানা যায়, রিধইল গ্রামে অনুমোদন ছাড়াই মাটি কাটা, মাটি বিক্রি ও জমি ভরাট করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সেখানে একটি এস্কেভেটর পাওয়া গেলেও এর মালিক বা চালক কাউকে পাওয়া যায়নি।

দীর্ঘ সময় অপেক্ষার পর কাউকে না পেয়ে এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে রোহান সরকার জানান, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে মাটি কাটা, বিক্রি ও জমি ভরাট করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অবৈধ কর্মকান্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে ইউএনও পরিচয়ে ফোন করে টাকা দাবি

বগুড়ার নন্দীগ্রামে মাটি কাটা ও বিক্রির দায়ে এস্কেভেটরের বিভিন্ন সরঞ্জামদি জব্দ

দিনাজপুরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে ছেলের আত্মহত্যা

রংপুরের তারাগঞ্জে দু’জনকে পিটিয়ে হত্যা, জামিনে বেরিয়ে রুপলালের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি

সরকারকে জনগণের হাতের মুঠোয় নিয়ে আসবো : ববি হাজ্জাজ

তারেক জিয়ার অনেক কাজ, ওদের নিয়ে চিন্তার সময় নেই : মির্জা আব্বাস