ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০১:৪৩ দুপুর

আন্তর্জাতিক কাস্টমস দিবসে রাজশাহীতে সেমিনার

আন্তর্জাতিক কাস্টমস দিবসে রাজশাহীতে সেমিনার, ছবি: দৈনিক করতোয়া ।

রাজশাহী প্রতিনিধি : ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ প্রতিপাদ্যকে সামনে রেখে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর উদ্যোগে আন্তর্জাতিক কাস্টমস দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। এ উপলক্ষে আজ সোমবার (২৬ জানুয়ারি) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার সদস্য (আন্তর্জাতিক কর) লুৎফুল আজীম। বিশেষ অতিথি ছিলেন-কর অঞ্চল-রাজশাহীর কর কমিশনার বিপ্লব কান্তি দাস, বিজিবি’র সেক্টর কমান্ডার ও উপমহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার (চলতি দায়িত্ব) মুহা. মাহবুবুর রহমান।

স্বাগত বক্তব্যে যুগ্ম কমিশনার খায়রুল আলম আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন। প্রবন্ধে কাস্টমস প্রশাসনের ভূমিকা, চ্যালেঞ্জ ও সামাজিক সুরক্ষায় তাদের অঙ্গীকারের বিভিন্ন দিক উপস্থাপন করা  হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে রাজশাহী ভ্যাট কমিশনারেটের বিভিন্ন আমদানিকারক, রপ্তানিকারক, কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট (সিএন্ডএফ), ব্যবসায়ী, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচকরা কাস্টমস কর্তৃপক্ষের সেবার মান উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ, রাজস্ব আদায় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের গুরুদায়িত্বের কথা উল্লেখ করেন। তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাস্টমস প্রশাসনকে আরও গতিশীল এবং ব্যবসা-বান্ধব করতে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। দিবসটি উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর সকল শাখায় নানা কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক কাস্টমস দিবসে রাজশাহীতে সেমিনার

গাজীপুরে দুই শিশু সন্তানসহ চলন্ত ট্রেনে ঝাঁপ মায়ের

যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপন তথ্য ফাঁস : তদন্তের মুখে চীনের শীর্ষ জেনারেল

শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সা’র

নির্বাচন উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

এবারের নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশি-বিদেশি ৫৬ হাজার পর্যবেক্ষক