ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০১:১৮ দুপুর

যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপন তথ্য ফাঁস : তদন্তের মুখে চীনের শীর্ষ জেনারেল

যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপন তথ্য ফাঁস : তদন্তের মুখে চীনের শীর্ষ জেনারেল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে নজিরবিহীন এক তদন্ত শুরু হয়েছে। দুর্নীতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের কাছে গোপন পারমাণবিক তথ্য পাচারের অভিযোগ-সব মিলিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ এক শীর্ষ জেনারেলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ দেশটির সামরিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। এতে দেশটির ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, তদন্তের মুখে পড়া চীনের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় ওই কর্মকর্তার নাম জেনারেল ঝাং ইউশিয়া। তিনি চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান এবং পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সর্বোচ্চ পদমর্যাদার সক্রিয় কর্মকর্তা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের’ অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। 

এদিকে এই জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রথম প্রকাশ করে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি জানায়, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য আয়োজিত এক গোপন অভ্যন্তরীণ ব্রিফিংয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়, ঝাংয়ের বিরুদ্ধে চীনের পারমাণবিক অস্ত্র কর্মসূচিসংক্রান্ত ‘মূল প্রযুক্তিগত তথ্য’ যুক্তরাষ্ট্রের কাছে পাচারের অভিযোগ রয়েছে। পাশাপাশি পদোন্নতির বিনিময়ে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় তদন্তের ঘোষণা দেয়ার কিছুদিন আগেই ওই গোপন ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে একাধিক অভিযোগ তুলে ধরা হয় এবং রাজনৈতিক গোষ্ঠী গঠন, কেন্দ্রীয় সামরিক কমিশনে ক্ষমতার অপব্যবহার এবং সামরিক সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতি তদারকির অভিযোগের কথা উল্লেখ করা হয়।

চীনা কর্তৃপক্ষ এখনও পারমাণবিক গোপন তথ্য ফাঁসের কোনও অভিযোগ প্রকাশ্যে নিশ্চিত করেনি। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বিবৃতিতে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, ঝাংয়ের বিরুদ্ধে তদন্ত কমিউনিস্ট পার্টির দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিরই অংশ। সংবাদমাধ্যম বলছে, ৭৫ বছর বয়সী ঝাং ইউশিয়াকে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র এবং পিএলএর শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো। সাম্প্রতিক দশকগুলোর মধ্যে কোনও শীর্ষ জেনারেলের বিরুদ্ধে এটি সবচেয়ে নাটকীয় পদক্ষেপগুলোর একটি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও নাটকীয় কিছু দাবি ছড়িয়ে পড়ে। সেখানে শি জিনপিংয়ের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছে-এমন ইঙ্গিত দেয়া হয়। কিছু পোস্ট ও প্রতিবেদনে বলা হয়, ঝাং এবং আরেকজন শীর্ষ জেনারেলকে আটক করা হয়েছে, প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং হাজার হাজার সেনাকে নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। তবে এসব দাবি চীনা কর্তৃপক্ষ বা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সেন্টার ফর চায়না অ্যানালিসিসের ফেলো নিল থমাস এসব বিস্ফোরক অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। থমাস বলেন, চীনের পারমাণবিক স্থাপনায় কড়া নিরাপত্তা ও পিএলএর শীর্ষ জেনারেলদের ওপর কঠোর নজরদারির মধ্যে ঝাংয়ের পক্ষে কীভাবে পারমাণবিক অস্ত্র-সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ ও পাচার করা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মূলত এই তদন্ত এমন এক সময়ে শুরু হয়েছে যখন শি জিনপিং সেনাবাহিনী ঢেলে সাজাতে বড় ধরনের অভিযান চালাচ্ছেন। ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ৫০ জনের বেশি শীর্ষ সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা শিল্পের নির্বাহীকে পদচ্যুত বা তদন্তের আওতায় আনা হয়েছে। এতে সামরিক কমান্ড কাঠামোতে বড় ধরনের প্রভাব পড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপন তথ্য ফাঁস : তদন্তের মুখে চীনের শীর্ষ জেনারেল

শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সা’র

নির্বাচন উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

এবারের নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশি-বিদেশি ৫৬ হাজার পর্যবেক্ষক

চানখাঁরপুলে ছয়জনকে হত্যা : সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ তিনজনের মৃত্যুদণ্ড

বিমানের টিকিট না পাওয়ায় পেছাল রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ