ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:২৪ দুপুর

জামায়াতের কুষ্টিয়ার জনসভা শুরু

জামায়াতের কুষ্টিয়ার জনসভা শুরু, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় জোটের নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা শুরু হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সহ ১১দলীয় জোটের নেতৃবৃন্দরা। সকাল থেকেই জেলার চারটি সংসদীয় আসন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে আসতে থাকেন।

নির্ধারিত সূচি অনুযায়ী ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পুলিশ লাইনে অবতরণ করে জনসভায় বক্তব্য দেবেন।

আরও পড়ুন

এদিকে, জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সফরে সকালে প্রথমে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, দুপুর ১২টায় মেহেরপুর, চুয়াডাঙ্গা বিকেল সাড়ে ৪টায় ও ঝিনাইদহে সন্ধ্যা ৬টায় নির্বাচনী মহাসমাবেশে অংশ নেবেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের কুষ্টিয়ার জনসভা শুরু

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে

গণভোটের প্রচারে এনসিপির ১১ দিনের পদযাত্রা

কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিজ্ঞা তারেক রহমানের

আজ চানখারপুলে ৬ হত্যা মামলার রায় 

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি