ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ১২:০৫ রাত

বগুড়ার ধুনটে বাড়ির যাতায়াতের রাস্তা দখল করে প্রতিবন্ধকতার সৃষ্টি, জমি নিয়ে বিরোধের জেরে

বগুড়ার ধুনটে বাড়ির যাতায়াতের রাস্তা দখল করে প্রতিবন্ধকতার সৃষ্টি, জমি নিয়ে বিরোধের জেরে। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ির যাতায়াতের রাস্তা বেদখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিপেক্ষর বিরুদ্ধে। এতে ১০টি পরিবারের কমপক্ষে অর্ধশত মানুষের যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটেছে। এ ঘটনায় আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সাইফুল ইসলাম বাদি হয়ে ধুনট থানা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

সাইফুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর-ঈশ্বরঘাট গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আশাদুল ইসলাম ও খোকা মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।

আশাদুল ও খোকার বাড়ির পাশে সাইফুল ইসলামের ৫ শতক জমি রয়েছে। ওই জমির ভেতর দিয়ে হাঁটার রাস্তা নির্মাণ করেছেন সাইফুল ইসলাম। ওই রাস্তা দিয়ে প্রায় ৪০ বছর ধরে সাইফুল, মোজাফ্ফর, লুৎফর রহমান, মিজানুর, নয়ন, আশরাফুলসহ ১০টি পরিবারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেছেন।

আরও পড়ুন

এ অবস্থায় প্রতিবেশী আশাদুল ইসলাম ও খোকা মিয়া পূর্ববিরোধের জের ধরে সাইফুলের পরিবারসহ ১০ পরিবারের যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। ফলে প্রায় দুই মাস ধরে ওই রাস্তা দিয়ে ১০ পরিবারের লোকজন যাতায়াত করতে পারছেন না। পরিবারগুলোর স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। এ সমস্যার প্রতিকার চেয়ে সাইফুল ইসলাম বাদি হয়ে আশাদুল ইসলাম ও খোকা মিয়া নামে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আশাদুল ইসলাম বলেন, এটি সরকারি কোন রাস্তা নয়, আমাদের জমির ভেতর দিয়ে তাদের যাতায়াত করতে দিয়েছিলাম। কিন্ত কারণে-অকারণে বিরোধ করায় আমাদের জায়গায় আমারা কলা গাছ লাগিয়েছে এবং ঘর উত্তোলন করেছি। এছাড়া তাদের বাড়িতে যাতায়াতের বিকল্প রাস্তাও রয়েছে। ধুনট থানার এএসআই শাহজাহান আলী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তা সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

ভোটের প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন

বগুড়ার ধুনটে বাড়ির যাতায়াতের রাস্তা দখল করে প্রতিবন্ধকতার সৃষ্টি, জমি নিয়ে বিরোধের জেরে

দিনাজপুরের বাজারেও বিক্রি হচ্ছে রঙিলা জাতের ফুলকপি

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশু ও গৃহবধূসহ প্রাণ গেল ৩ জনের

নওগাঁর ধামইরহাটে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত