বগুড়া জেলা স্কাউটস এর অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলার আয়োজনে জেলা পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৭ টি বিভাগে ৬০ জনের বেশি কাব ও স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় বগুড়া সদরের নওদাপাড়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে বিচারক হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস উপ-পরিচালক শর্মিলা দাস, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের নির্বাহী সদস্য, এলটি আঞ্জুমান আরা বেগম, বগুড়া জেলা স্কাউট সম্পাদক মো. শাহিনুর রহমান, জেলা কাব লিডার আব্দুস সালাম, স্কাউটার মোঃ শামিমুল ইসলাম।
আরও পড়ুনএছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্কাউটস কমিশনার মোস্তাফিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথি জেলা স্কাউটস এর বিভিন্ন ইউনিটের লিডারবৃন্দ। আয়োজকরা জানান, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তীতে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। শিশু-কিশোরদের নেতৃত্ব, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন









