ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০৬ বিকাল

নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
 
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। নরসিংদী শহরের খাঁবাড়ী মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন তিনি।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের খাবার খেয়ে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেন। দোকানের ভেতরে পেট্রল ও ডিজেল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং তাতেই পুড়ে মারা যায় চঞ্চল।
 
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাটারে আগুন দিচ্ছেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির জানান, একজনকে সম্পূর্ণ পোড়া অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন বলেন, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফ জয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

সবুজ পরিবার, সজীব খাবার

সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

এবার যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তার হাতে আটক দুই বছরের শিশু

ছাত্রদল ও ডাকসুর চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগের জেরে তদন্ত কমিটি গঠন