ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৯:২৩ রাত

চট্টগ্রামে বাসায় ডেকে কসাইয়ের গলা কাটলেন নারী, ৬ টুকরো করে মরদেহ ফেললেন খাল ও ভাগাড়ে

চট্টগ্রামে বাসায় ডেকে কসাইয়ের গলা কাটলেন নারী, ৬ টুকরো করে মরদেহ ফেললেন খাল ও ভাগাড়ে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামির পশ্চিম শহিদ নগর এলাকা থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বায়েজিদ থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। নিহত ওই যুবকের নাম মো. আনিস। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি পেশায় কসাই ছিলেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এক নারী বাসায় ডেকে নিয়ে প্রথমে আনিসের মাথায় মসলা বাটার নোড়া (শিল) দিয়ে আঘাত করেন। এরপর আরও দুজনের সহায়তায় আনিসের শরীর চাপাতি দিয়ে কেটে ছয় টুকরা করেন। পরে এসব টুকরা ফেলা হয় আশপাশের এলাকার খাল ও ভাগাড়ে। এ ঘটনায় অভিযান চালিয়ে আনিসের মরদেহ উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে এক নারী গত বুধবার বিকেলে নগরের অক্সিজেন শহীদনগর এলাকায় অবস্থিত তার বাসায় আনিসকে ডেকে আনেন। এরপর প্রথমে আনিসের মাথায় নোড়া দিয়ে আঘাত করেন। পরে তার ভাই ও আরেক যুবকের সহায়তায় আনিসের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর আনিসের দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। পুরো শরীর ছয়টি টুকরো করে পলিথিনে মুড়িয়ে ফেলা হয় আশপাশের খাল ও ভাগাড়ে। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পলিথিনে মোড়ানো দুটি হাত কুকুরের টানাটানি করতে দেখে থানায় খবর দেন। 

আরও পড়ুন

পুলিশ আরও জানায়, দুটি হাত ও দুটি পা উদ্ধারের পর পরিচয় নিশ্চিতে হাতের আঙুলের ছাপ নেয়া হয়। এতে আনিসের পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর তার মুঠোফোন নম্বরের কললিস্টের সূত্র ধরে ওই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গ্রেপ্তার নারীর দাবি তার সঙ্গে আনিসের কিছু ছবি রয়েছে। এসব ছবি দিয়ে জিম্মি করে আনিস তার সঙ্গে প্রতারণা করে আসছেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাই ও এক স্বজনের সহায়তায় আনিসকে খুন করেছেন।

তিনি আরও বলেন, নিহত আনিসের স্বজনেরা ওই নারীর দাবি সত্য নয় বলে দাবি করেছেন। তারা জানান, ওই নারীর কাছে আনিস দুই লাখ টাকা পাওনা রয়েছেন। এসব টাকা চাওয়ার কারণে তাকে খুন করা হয়েছে। তদন্তের পর এসব বিষয়ে সত্যতা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় গতকাল রাতে বায়েজিদ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আজ শনিবার সেই মামলায় আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বাসায় ডেকে কসাইয়ের গলা কাটলেন নারী, ৬ টুকরো করে মরদেহ ফেললেন খাল ও ভাগাড়ে

বগুড়ার আদমদীঘিতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার ও কীটনাশক নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বিশ্বকাপ বাছাইয়ে টানা চার জয় বাংলাদেশের

প্রার্থীদের পোস্টার ছাপানোয় নিষেধাজ্ঞা, ছাপাখানাগুলোতে নেই ব্যস্ততা

দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আসিফ নজরুল