ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৯:১৯ রাত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার ও কীটনাশক নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার ও কীটনাশক নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে ইরি-বোরো ধান চাষ শুরু করেছেন প্রান্তিক ও চরাঞ্চলের কৃষকরা। এদিকে ভেজাল ও নকল সার এবং কীটনাশক ঠেকাতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা ও প্রশাসনের সহায়তায় নিয়মিত ভ্রাম্যমাণ পরিচালনা করছে কৃষি বিভাগ।

উপজেলার কৃষকরা জানান, চলতি মৌসুমে ধান চাষ করতে ইউরিয়া, পটাশ ও ডিএপি সারের খুব প্রয়োজন। কিন্তু বাজারে বিভিন্ন কোম্পানির সার দেখে আসল নকল নির্ণয় করা কষ্টকর। এতে ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আসন্ন ইরি-বোরো মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৪৮৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড ৯ হাজার ২৫ হেক্টর, উফশি ৭ হাজার ৪৫৫ হেক্টর ও স্থানীয় জাতের ৫ হেক্টর। অপরদিকে, উপজেলায় বিসিআইসি ডিলার আছেন ১০ জন।

খুচরা সার  ও কীটনাশক বিক্রেতা রয়েছেন প্রায় ৪শ’ জন এবং বিএডিসি সার ডিলার রয়েছেন ৭ জন। এসকল বিক্রেতাদের কেউ কেউ বৈধ ব্যবসার আড়ালে অবৈধভাবে নকল-ভেজাল সার এবং নিম্নমানের কীটনাশক বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, ভেজাল ও নকল সার বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি এসকল বিক্রেতাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও ভেজাল সার নষ্ট করা হয়েছে।

চলতি মৌসুমেও নিয়মিত নজরদারি চলছে। তিনি জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি ও দোকান মনিটরিং করছেন। কাজেই কৃষকদের ভয় পাবার কিছু নেই। সন্দেহ হলে কৃষকদের অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার ও কীটনাশক নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বিশ্বকাপ বাছাইয়ে টানা চার জয় বাংলাদেশের

প্রার্থীদের পোস্টার ছাপানোয় নিষেধাজ্ঞা, ছাপাখানাগুলোতে নেই ব্যস্ততা

দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আসিফ নজরুল

কাকে ‘ফিতা কাটা নায়িকা’ বললেন অপু বিশ্বাস

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই