ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৬ বিকাল

বিয়ে করলেন ‘পাখি’ খ্যাত মধুমিতা

বিয়ে করলেন ‘পাখি’ খ্যাত মধুমিতা

কলকাতা এবং বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি পাখি নামে ব্যাপক পরিচিত। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মাধ্যমে দুই বাংলার দর্শক মুগ্ধ করেন তিনি। তার পাখি চরিত্রটি হয়ে উঠে বাংলা ভাষার সিরিয়ালের অন্যতম জনপ্রিয়। শুক্রবার সরস্বতী পূজার শুভ লগ্নে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজে-কলমে সাত পাকে বাঁধা পড়েন তিনি। 

বিয়ের আসরে মধুমিতা ধরা দিয়েছিলেন চিরায়ত বাঙালি কনের সাজে। পরনে ছিল লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা।

 

নিজের বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’

মধুমিতার বাস্তব জীবনের নায়ক দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। তবে পেশা ভিন্ন হলেও শখের জায়গায় দুজনের মিল রয়েছে, দুজনেই ভীষণ ভ্রমণপিপাসু।

আরও পড়ুন

গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা তাদের এই প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিল।

 

এর আগে গত ১৮ জানুয়ারি বাগদান সেরেছিলেন তারা, যেখানে সামাজিকমাধ্যমে হবু বরের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘শুধুই আমার’।

প্রসঙ্গত, এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। এর আগে ক্যারিয়ারের শুরুতে ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি।

তবে সেই সংসার টেকেনি। দীর্ঘ বিরতি ও বিচ্ছেদের পর অবশেষে বন্ধু দেবমাল্যের হাত ধরেই নতুন জীবনে পা রাখলেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন ‘পাখি’ খ্যাত মধুমিতা

দিরাইয়ে বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সুস্থতা ও নিরাপত্তা অমূল্য নেয়ামত

টেকনাফে ওয়াকিটকি, মাদক, অস্ত্র-গুলিসহ আটক ২

নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

শিশুদের এত কিউট লাগে কেন জানেন?