বগুড়ার শিবগঞ্জে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণ সংযোগ ও নির্বাচনী সভা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম দিনব্যাপী ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণ-সংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন।
তিনি সকালে শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা, অর্জুনপুর, আকন্দপাড়া, গরিবপুর, ছয়ঘড়িয়াপাড়া, দহিলাসহ কয়েকটি গ্রামে গণ সংযোগ করেন। পরে বিকেলে বিহার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ণ বিএনপির আয়োজনে নির্বাচনী সমাবেশে যোগদান করে।
আরও পড়ুনবিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সামাবেশে এমপি প্রার্থী মীর শাহে আলম ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, উপজেলা কৃষক দলের সভাপতি ও বিহার ইউপি সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, অধ্যাপক নজরুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান প্রমুখ।
মন্তব্য করুন







