খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : সাবেক এমপি মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার নন্দীগ্রামে দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী বাজারে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি সারাজীবন আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশের মানুষের সুখ-শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন।
তার দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বুড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল ও উঠান বৈঠকে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদার, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক শফিউল আলম সুমন প্রমুখ।
আরও পড়ুনপরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন






