ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ১০:৪৩ রাত

বোয়ালমারীতে ট্রেনে কেটে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কেটে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম আনজিরা বেগম (৬০)। তিনি আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্লার স্ত্রী। বোয়ালমারীতে ছেলের সাথে ৩ বছর ধরে তিনি ভাড়াবাড়িতে বসবাস করতেন।

নিহতের ছেলে আনিসুর রহমান জানান, তার মা কিছুটা শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। রেল সড়কের পাশে বাঁশের আড়ায় তিনি কাপড় শুকাতে দিয়েছিল। ঘটনার আগ মূহুর্তে তিনি কাপড় আনতে গিয়ে ফেরার পথে ভাটিয়াপাড়া এক্সপ্রেসের নিচে পড়ে কাটা পড়েন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, ঘটনাস্থলের কাছাকাছি রেলসড়কের একটি বাঁক থাকায় বৃদ্ধা ট্রেন আসা দেখতে পারেন নাই। আর কানে কম শোনার কারণে শব্দও শুনতে না পেয়ে দুর্ঘটনা কবলিত হয়। দুই সন্তানের জননী বৃদ্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল গ্রামের মো. আব্দুর রহমান বিশ্বাসের বাড়িতে ছেলের সাথে ভাড়াবাড়িতে থাকতেন।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এটি রেলওয়ে পুলিশের এক্তিয়ারধীন। তাদেরকে বিষয়টি জানানো হয়েছে।

রাজবাড়ি রেলওয়ে পুলিশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে আমাদের লোক ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে ঢাবি শিক্ষার্থীদের টোল লাগবে না: ডাকসু

বোয়ালমারীতে ট্রেনে কেটে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

ভালুকায় বাস উল্টে চালকের সহকারীসহ নিহত ২

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার- আইজি প্রিজন

ধানের শিষের পক্ষে প্রচারণা শুরু করলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত