লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ভোলার লালমোহনে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের গজারিয়া কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুজন নিহতের ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
এতে নিহতরা হলেন- অলি ডুবাই (৫৫) ও তার শ্যালক আবু কালাম। তারা লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সম্পর্কে শ্যালক-দুলাভাই।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাহফিলে যাওয়ার পথে তাদের চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। পরে শ্যালক-দুলাভাইয়ের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা তাদের উদ্ধার করে পরিচয় নিশ্চিত করেন স্থানীয়রা। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে এবং একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1769098591.jpg)
_medium_1769097396.jpg)
_medium_1769096890.jpg)

_medium_1769096413.jpg)
_medium_1769095778.jpg)


_medium_1769090793.jpg)