ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৯:২৯ রাত

গুলশানে দুর্ঘটনায় বাঁশখালীর আশফাক চৌধুরী নিহত

গুলশানে দুর্ঘটনায় বাঁশখালীর আশফাক চৌধুরী নিহত

রাজধানীর গুলশানে নির্মাণাধীন একটি ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আশফাক চৌধুরী পিপলু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নাদেরুজ্জামান চৌধুরীর তৃতীয় পুত্র। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত আশফাক চৌধুরী পিপলু বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামের বাসিন্দা। তিনি স্নাতকোত্তর ডিগ্রিধারী ছিলেন এবং ঢাকার গুলশানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলালিংক ও সিটিসেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে আশফাক চৌধুরী এক কন্যা সন্তানের জনক। তিনি এলাকায় সামাজিক সংগঠন ‘জাগরণী ক্লাব’-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

পারিবারিক সূত্র জানায়, নিহতের মরদেহের ময়নাতদন্ত ঢাকার ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হয়েছে। মরদেহ নিজ এলাকা বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া গ্রামে দাফন করা হবে। তবে জানাজার সময় এখনো নির্ধারিত হয়নি।

নিহতের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে দুর্ঘটনায় বাঁশখালীর আশফাক চৌধুরী নিহত

পাকিস্তানে তেল, গ্যাসের বিশাল মজুদ আবিষ্কার

মিরসরাইয়ে শিশু আবদুল্লাহ হত্যার ঘটনায় গ্রেফতার ৩

ফেসবুকে নির্বাচনে আর্থিক সহায়তা চাইলেন এনসিপি নেতা আখতার

বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ কুমিল্লা আদালতের কৌঁসুলি আটক

নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের