ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:১৮ রাত

বগুড়া স: আ:হ: কলেজের সামনে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়া স: আ:হ: কলেজের সামনে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া সরকারী আজিজুল হক কলেজের নতুন ভবনের গেইটের সামনে স্টেশনরোডে ও শহরের চকসুত্রাপুরে হাড্ডিপট্টি এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ২৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) রেল কর্তৃপক্ষ এস্কেভেটর দিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

রেলওয়ে বগুড়া অফিসের কানুনগো মো: গোলাম নবী বলেন, গতকাল সকাল সাড়ে ১০ টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত। রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্টেট মুঞ্জুর ইসলামের নেতৃত্বে প্রথমেই বগুড়া সরকারী আজিজুল হক কলেজের নতুন ভবনের গেইটের সামনে গড়ে ওঠা খাবারের দোকানসহ ১০টি অবৈধ স্থাপনা এস্কেভেটর দিয়ে উচ্ছেদ করা হয়। এরপর শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টিতে আরো ১৪টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

এই উচ্ছেদ অভিযানে অংশ নেন রেলওয়ের সহকারী স্টেট অফিসার গোলাম মোস্তফা, সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ন প্রসাদ সরকার, রেলওয়ের এস.এস.এ.ই (ওয়ার্কস) মো: আসলাম হোসাইনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উচ্ছেদ অভিযানে রেল পুলিশ, নিরাপত্তা বাহিনী ও বগুড়া সদর থানা পুলিশ সহযোগিতা করে।

আরও পড়ুন

এদিকে ওই কলেজের একাধিক ছাত্র বলেন, তাদের কলেজের সামনে তারা কোন অবৈধ স্থাপনা দেখতে চাননা। তারা বলেন রেলের কর্মকর্তারা চলে যাওয়ার পর সেখানে ফের যেন অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেজন্য রেল কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।

কানুনগো গোলাম নবী বলেন, স্টেশন রোডে কল্যান ট্রাস্টের পূর্বপাশে রেলের জায়গায় গড়ে ওঠা আরও ৫০টি অৈেবধ স্থাপনাও উচ্ছেদ করা হবে। গতকাল সেখানে এস্কেভেটর ভিতরে প্রবেশ করতে না পাড়ায় তা স্থগিত করা হয়। কয়েকদিনের মধ্যে ফের এই স্থাপনা উচ্ছেদ করা হবে বলে উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া স: আ:হ: কলেজের সামনে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন তারেক রহমান

বগুড়ার সোনাতলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ফ্যাসিবাদের গোষ্ঠী এখনও ওত পেতে আছে: ফরিদা আখতার

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় অটোচালকসহ ২ জন গুরুতর আহত

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব