ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:০২ রাত

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় অটোচালকসহ ২ জন গুরুতর আহত

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় অটোচালকসহ ২ জন গুরুতর আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরের মহিপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে অটোরিকশার এক নারী যাত্রী ও চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড় ৯টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী পাপিয়া (৫০)। তবে আহত অটোচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে অটোরিকশাটি রাস্তা পার হওয়ার জন্য পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিল। এসময় ঢাকাগামী ‘অ্যাপোলো’ পরিবহনের একটি নীল রঙের দ্রুতগামী বাস (টাঙ্গাইল-ব-১১-০০৬৬) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রী ও চালক মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

দুর্ঘটনার পরপরই মহিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন, আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফয়সাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসসহ চালককে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের গোষ্ঠী এখনও ওত পেতে আছে: ফরিদা আখতার

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় অটোচালকসহ ২ জন গুরুতর আহত

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব 

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহিনী

শিক্ষকের ওপর খাতা ছুঁড়ে মারায় শিক্ষার্থী বহিষ্কার

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় শ্রমিক নিহত