বগুড়ার সোনাতলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনে পুলিশ প্রশাসন সোনাতালার উপজেলার ৩৬টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো হচ্ছে-আগুনিয়াতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চমরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি নাজির আখতার কলেজ, কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নামাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়িয়াচকনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুয়াহাট উচ্চ বিদ্যালয়, জাহানাবাদ সিনিয়র আলিম মাদ্রাসা, ধর্মকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটবালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনায়েত আলী উচ্চ বিদ্যালয়, বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা উচ্চ বিদ্যালয়, উত্তর কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়, পাকুল্যা উচ্চ বিদ্যালয়, খাটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও উপজেলার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ আটকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও একই সংসদীয় আসনের সারিয়াকান্দি উপজেলায় আরও ২৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
আরও পড়ুনএ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে প্রশাসনের পাশপাশি চারস্তর বিশিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি টিভি স্থাপন করা হলে অনাকাঙ্খিত ঘটনা ঘটার কোন সম্ভাবনা থাকবে না বলে ভোটাররা জানিয়েছেন। এদিকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে এবং গণভোট সম্পর্কে আরও প্রচারণা ও সচেতনতার জন্য দাবি উঠেছে।
মন্তব্য করুন




_medium_1769003406.jpg)
_medium_1769002180.jpg)

