চার শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন!
কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের প্রায় ছয় মাস পর সোহেল শেখ (৪৮) নামে এক শারীরিক প্রতিবন্ধীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া শেখপাড়া কবরস্থান থেকে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, পিবিআই পরিদর্শক কামাল হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, কবরস্থান কমিটির সদস্য, নিহতের স্বজন ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
নিহতের ছেলে ও মামলার বাদী সোহানুর রহমানের অভিযোগ, চার শতাংশ জমি লিখে নেওয়ার পর দাদি, ফুফু, ফুফা ও দুই ফুফাতো ভাই যোগসাজশে সোহেলকে বিষপ্রয়োগে হত্যা করে তড়িঘড়ি দাফন করা হয়। জমিটির মূল্য প্রায় ছয় লাখ টাকা বলে দাবি করেন তিনি।
অন্যদিকে অভিযুক্তদের দাবি, সোহেল দীর্ঘদিন ধরে প্যারালাইজড ছিলেন এবং ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। স্ত্রী ও ছেলে ঢাকায় থাকায় তার খোঁজখবর নিতেন না। মৃত্যুর আগে তিনি পৈত্রিক জমি মায়ের নামে রেজিস্ট্রি করে দেন, যার জেরে জমির লোভে এ মামলা করা হয়েছে।
আরও পড়ুনপুলিশ সূত্র জানায়, ২০২৩ সালে স্ট্রোক করে প্যারালাইজড হওয়ার পর সোহেলকে গ্রামে পাঠানো হয়। অবহেলা ও অসুস্থতার মধ্যেই তিনি ২০২৫ সালের ৬ জুন মারা যান এবং সেদিনই দাফন করা হয়। পরে ১৬ জুলাই হত্যার অভিযোগে মামলা হলে তদন্তের স্বার্থে লাশ উত্তোলনের আবেদন করে পিবিআই। আদালতের আদেশে মঙ্গলবার তা কার্যকর করা হয়।
পিবিআই পরিদর্শক কামাল হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








