ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০৭ রাত

এই সরকার পক্ষপাতহীন নয় জুলাই অভ্যুত্থান সমর্থিত : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

এই সরকার পক্ষপাতহীন নয় জুলাই অভ্যুত্থান সমর্থিত : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, এক অর্থে এই সরকার পুরোপুরি পক্ষপাতহীন নিরপেক্ষ নয়, জুলাই অভ্যুত্থান সমর্থিত পক্ষের সরকার। কাজেই এই সরকার ওই আন্দোলনের পক্ষে থাকবে, সেটাই স্বাভাবিক।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের সাথে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মানুষ বারবার আশা নিয়ে আন্দোলন করে। কিন্ত তাদের সেই আশা পূরণ হয় না। ক্ষমতা পরিবর্তনের পর তা আর বাস্তবায়ন হয় না। ২৪ এর আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে অনেক আলোচনা বিতর্ক করে কিছু ঐকমত্যের চেষ্টা করা হল।

আরও পড়ুন

ঘোষণাপত্র বা চার্টার বা সনদ তৈরি হল। অধ্যাদেশের মাধ্যমে বেশকিছু আইন তৈরি হল। কিন্তু সংসদ যদি সেগুলো বৈধতা না দেয় তবে সেগুলো স্থায়ী হবে না। সংস্কারগুলো কার্যকারিতা হারাবে। এই বিবেচনা থেকেই রাজনৈতিক বাধ্যবাধকতা আনতে গণভোট আয়োজন।

জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের সভাপত্বিতে জেলা প্রশাসন আয়োজিত সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. একেএম শাহাবুদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সরকার পক্ষপাতহীন নয় জুলাই অভ্যুত্থান সমর্থিত : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে ৬টি ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ

বগুড়ার সারিয়াকান্দি হাটের জৌলুশ নেই, কোটি টাকার কৃষি ফসল বিক্রি হয় অন্য হাটে

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হয়েও অর্থাভাবে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

আরডিএ বগুড়ায় রানী মৌমাছির প্রজনন কেন্দ্রের উদ্বোধন

সকল উন্নয়ন ও সেবামূলক কাজে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে : মোশারফ হোসেন