আরডিএ বগুড়ায় রানী মৌমাছির প্রজনন কেন্দ্রের উদ্বোধন
পল্লী উন্নয়ন ও মৌচাষখাতে নতুন দিগন্তের সূচনা হলো পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ায়। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ‘জলবায়ু সহনশীল রানী মৌমাছির প্রজনন কেন্দ্র’ এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. এবিএম মাহবুব আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরডিএ’র অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, একাডেমি’র বিভিন্ন অনুষদের সদস্যবৃন্দ, তাড়াশ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তা।
এই গবেষণা কার্যক্রমে গবেষক হিসেবে যুক্ত রয়েছেন আরডিএ’র অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, উপপরিচালক ড. মনিরুল ইসলাম, সহকারী পরিচালক অন্তরা খাতুন এবং মৌচাষ বিশেষজ্ঞ মো. আব্দুল আলিম ভূইয়া। গবেষকদের মতে, এই প্রজনন কেন্দ্র সফলভাবে পরিচালিত হলে এটি বাংলাদেশের মৌচাষ খাতে একটি মডেল ও রেফারেন্স সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আরও পড়ুনউল্লেখ্য, বাংলাদেশে বছরে বর্তমানে প্রায় ৩০-৪০ হাজার মেট্রিক টন মধু উৎপাদন হয়। তবে বিশেষজ্ঞদের মতে, উন্নত প্রযুক্তি, মানসম্মত রানী মৌমাছি এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। আরডিএ বগুড়ায় রানী মৌমাছির প্রজনন কেন্দ্র স্থাপনের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ নেয়া হলো।
মন্তব্য করুন






_medium_1768925397.jpg)
