ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ১০:৩৯ রাত

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হয়েও অর্থাভাবে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হয়েও অর্থাভাবে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেও অর্থাভাবে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত নাগেশ্বরীর ফেরদৌস আহমেদের। আশাহত সে। এখন দিন কাটছে তার স্বপ্নভঙ্গের আশঙ্কায় গভীর দুশ্চিন্তায়।

বাড়ী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের নামদানীটারী গ্রামে। বাবা আলী আজগার মারা গেছেন যখন সে নবম শ্রেণিতে পড়ে। মা ফিরোজা বেগম অসুস্থ হয়ে শয্যাশায়ী। সেখানেই এক চিলতে বসতভিটায় ছোট কুটিরে মাকে নিয়ে তার বসবাস। স্থাবর-অস্থাবর কোন সম্পদ-সম্পত্তি নেই তাই বিবাহিত বড় তিন বোনের পরিবারের সহযোগিতায় চলে মা-ছেলের সংসার ও তার পড়ালেখা।

স্কুলের স্যারদের সহযোগিতা ও নিজের চেষ্টায় পড়ালেখা করে ২০২১ সালে বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় সে। প্রত্যাশা বাড়ে, স্বপ্ন চওড়া হয়। ভর্তি হয় নাগেশ্বরী সরকারি কলেজে। প্রয়োজনীয় বই কিনতে না পারায় ২০২৩ এ উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসা হয়নি। এরপর কষ্ট করে বই কিনে আবার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে জিপিএ-৪.৫৮ পেয়ে উত্তীর্ণ হয় সে।

শুরু হয় ভর্তি যুদ্ধ। কিন্তু কোচিং করার অর্থ কোথায়? আগ্রহ দেখে সহায়তার হাত বাড়ায় এক বন্ধু। অনলাইনে প্যাকেজ নিয়ে এক্সেস দেয় তাকে। সেখান থেকে টিপস নিয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বসে। সেখানে ৯৩ দশমিক ৭৫ পেয়ে বাংলাদেশে প্রথম হয় সে। সুযোগ হয় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন

ফেরদৌস জানায়, ভর্তির শেষ তারিখ ২৪ জানুয়ারি। প্রয়োজন অনেক টাকা। কিন্তু অভাবের সংসারে এ টাকা যোগান দেয়া তার পক্ষে অসম্ভব। অর্থাভাবে ভর্তি অনিশ্চিত। তাই অসহায় ফেরদৌস তার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের।

তাদের সহযোগিতা পেলে হয়ত তার এ স্বপ্ন পূরণ সম্ভব। আপনারা চাইলে তার স্বপ্ন পূরণে তাকে সহযোগিতা পাঠাতে পারেন তার ব্যবহৃত ০১৫১৬-৫৮০৫৪৮ বিকাশ নম্বরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হয়েও অর্থাভাবে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

আরডিএ বগুড়ায় রানী মৌমাছির প্রজনন কেন্দ্রের উদ্বোধন

সকল উন্নয়ন ও সেবামূলক কাজে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে : মোশারফ হোসেন

বগুড়ার তিনটি আসন থেকে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, প্রতীক বরাদ্দ বুধবার

পঞ্চগড়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বগুড়াবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে : কাজী রফিকুল ইসলাম