ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৫ বিকাল

এক যুগ পর আসছে বালামের অ্যালবাম

এক যুগ পর আসছে বালামের অ্যালবাম

দেশের জনপ্রিয় শিল্পী বালাম দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে সংগীতাঙ্গনে বিচরণ করছেন। তবে বেশ কয়েকবছর ধরে কোনো অ্যালবাম করতে দেখা যায়নি। সংগীপ্রেমিদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরছেন তিনি। এক ঘুগ পর পঞ্চম অ্যালবাম নিয়ে আসছেন বালাম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়ক নিজেই। 

সাম্প্রতিক কাজ নিয়ে গণমাধ্যমকে বালাম জানিয়েছেন, তার পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’-এর কথা। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রকাশ পাবে তা। 

তিনি আরও জানিয়েছেন, মোট ৬টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন ইতোমধ্যে শেষ হয়েছে। আর এই অ্যালবামে জেন-জি দেরও কথাও ভাবা হয়েছে। যাতে নতুন প্রজন্ম বালামের সঙ্গে সংযোগ ঘটাতে পারে।

গায়ক সংবাদমাধ্যমকে বলেন,‘আবার গান সিরিয়াসলি করছি। তাই এই অ্যালবামের কাজ। গেল কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল গান ছেড়ে দেখেছি, এভাবে একটি করে গান প্রকাশ করে ভক্তদের চাহিদা পুরণ করাটা খুব কঠিন। এক অ্যালবামে নানা ধাঁচের গান থাকে, যা শিল্পীকে বিভিন্ন শ্রোতার মনোযোগ পাওয়ার সুযোগ করে দেয়। নতুন অ্যালবামে এই বৈচিত্র্য থাকবে। বিভিন্ন বয়সী ও পছন্দের শ্রোতাদের ভালো লাগবে। 

আরও পড়ুন

২০১৩ সালে বালামের সর্বশেষ একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হয়েছিল। এর আগে ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে তার তিনটি একক অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গান দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন। এরপর গেয়েছেন ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান। 

বালামের কণ্ঠে জনপ্রিয় হয়ে গানগুলোর মধ্যে রয়েছে, ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’, ‘অপরূপা’। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

রবীন্দ্র গল্পের নায়িকা পরীমণি

পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

এক যুগ পর আসছে বালামের অ্যালবাম

বগুড়ার শাজাহানপুরে ৫শ’ ৪০ কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ

স্টেজ শো’তে অনবদ্য তরিক মৃধা