বগুড়ার শেরপুরে নারিশ এগ্রোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে বেসরকারি কোম্পানি নারিশ এগ্রো লিমিটেডের বিরুদ্ধে ফসল নষ্ট, গাছ কর্তন করে জমি দখল করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোজিয়ার ভাতিজা সোহেল রানা আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বাদি হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইন মৌজার ৩২ শতাংশ জমি রোজিয়া বেগম রোজীর পৈত্রিক সম্পত্তি, তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে ভোগ দখল করে আসছিলেন। রোজিয়ার ছোট বোন মর্জিনা বেগম তার অংশ নারিশ এগ্রো লিমিটেডের কাছে বিক্রি করলে প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে রোজিয়ার অংশ দলিল ও খারিজ করে নেয়।
বিষয়টি নিয়ে শেরপুর সহকারী ভূমি অফিসে মিস কেস দায়ের করলে মামলার শুনানির আগের দিন সকাল ১০টায় নারিশ এগ্রো লিমিটেডের লোকজন জোরপূর্বক জমির চারপাশে ইটের প্রাচীর নির্মাণ শুরু করে। বাধা দিলে তারা সাময়িকভাবে কাজ বন্ধ করলেও পুনরায় বিকেলে এসে জমিতে থাকা সরিষা নষ্ট করে ও একটি ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলে।
স্থানীয় এলাকাবাসি আসাদুল ইসলামসহ একাধিক ব্যাক্তি বলেন এই জমি রোজিয়ার পৈতৃক সম্পত্তি, তারা নিজেরাই ভোগদখল করছে কিন্তু নারিশ কোম্পানি তাদের জমি ক্রয় না করেই তার ছোট বোন মর্জিনার অংশের সাথে পুরো জমি দলিল ও খারিজ করে নেয় এবং জোরপূর্বক গাছ কেটে ইটের প্রাচীর নির্মাণ শুরু করে।
আরও পড়ুনএ বিষয়ে নারিশ (এগ্রো:) লিমিটেডের ল্যান্ড অফিসার রফিকুল ইসলাম রফিক বলেন, দখলের ঘটনা সম্পূর্ণ মিথ্যে। আমি জমি ক্রয় করেছি ২০১৭ সালে মর্জিনার ভাইয়ের সাথে আলোচনা করে। আমার খাজনা খারিজ সম্পূর্ণ আপডেট আছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইব্রাহিম আলী বলেন অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


_medium_1768750085.jpg)

_medium_1768747877.jpg)



