প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৪ রাত
জয়পুরহাটের আক্কেলপুরে ছাত্রলীগ নেতা আটক
জয়পুরহাটের আক্কেলপুরে ছাত্রলীগ নেতা আটক
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে (নিষিদ্ধ ঘোষিত) ছাত্রলীগের জেলা সহসভাপতি হায়াত মাহমুদ নির্ঝরকে (২৯) সেনাবাহিনী আটক করেছে। গতকাল শনিবার আক্কেলপুর পৌর সদরের থানার মোড় সরদার পাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে নির্ঝরকে নিজ বাড়ি হতে সেনাবাহিনী গ্রেফতার করে আক্কেলপুর থানা পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায় তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা রয়েছে। তাকে সদর থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

_medium_1768750085.jpg)

_medium_1768747877.jpg)


_medium_1768745925.jpg)


_medium_1768736482.jpg)