জয়পুরহাটের কালাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে ঢাকায় গ্রেফতার
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে মাদক মামলায় পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রশিদ কালাই পৌরশহরের সড়াইল মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদক বিক্রির দায়ে ২০১৬ সালের ১৫ মার্চ আব্দুর রশিদকে মাদকসহ গ্রেফতারের পর কালাই থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলার তদন্ত শেষে তৎকালিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানী শেষে ২০২৫ সালের ২ জানুয়ারী আব্দুর রশিদের অনুপস্থিতিতে দায়রা জজ আদালতের বিচারক তার পাঁচ বছরের কারাদন্ড, সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেন।
আরও পড়ুনএরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। গতকাল শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কালাই থানার পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
মন্তব্য করুন


_medium_1768745925.jpg)




