আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন: বিপাশা হায়াত
জনপ্রিয় তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। তাদের দাম্পত্য জীবনের বয়স এখন ২৫ বছরেরও বেশি। এক সময় অভিনয়ে নিয়মিত থাকলেও এখন তারা অনেকটা অনিয়মিত। বিশেষ করে বিপাশা হায়াত অভিনয়কে বিদায় জানিয়েছেন।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেন তৌকীর আহমেদ। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিপাশা হায়াত। দীর্ঘ পথচলা নিয়ে বিপাশা বলেন, তৌকীরের সঙ্গে যখন আমার পথচলা শুরু হয়, তখন থেকেই আমরা দুজন স্বপ্ন দেখতাম- পৃথিবীর বহু কিছু আমরা একসঙ্গে দেখব।
অভিনেত্রী আরও বলেন, স্বপ্ন দেখতাম, আমরা প্রাচীন নিদর্শনের স্থানগুলো একসাথে ঘুরব, গান শুনব, চলচ্চিত্র দেখব এবং অনেক ভাবনা শেয়ার করব। অনেক বই আমরা একসঙ্গে পড়ব। আমার মনে হয় সেই স্বপ্নময় জীবনই আমি উপভোগ করছি। এছাড়াও আমরা কতটুকু শিল্পের বাঁধনে থাকতে পেরেছি সেটি খুব গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনবর্তমানে তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিদেশে স্থায়ী হলেও সময় পেলে তৌকীর আহমেদ দেশে আসেন এবং কাজের সঙ্গে যুক্ত থাকেন। অন্যদিকে বিপাশার সময় কাটে শিল্প চর্চা নিয়ে। যুক্তরাষ্ট্রে বিপাশার আঁকা ছবির বেশ কয়েকটি একক প্রদর্শনী হয়েছে, যা দর্শক মহলে প্রশংসিত হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1768743193.jpg)
_medium_1768742678.jpg)





