বিশ হাজার টাকা জরিমানা ফুড এক্সপোতে ভোক্তা অধিকারের অভিযান
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের গোহাইল রোডস্থ (পৌর পার্কের বিপরীতে) ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ, বিক্রয় নিষিদ্ধ গোলাপজল খাবারে ব্যবহার, মানহীন বীট লবণ খাবারে ব্যবহার করতে দেখা যায়, এছাড়াও স্টিকার বিহীন আমদানীকৃত বিদেশী সস খাবারে ব্যবহার করতে দেখা যায়।
এই সকল অপরাধে ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আরও পড়ুনমন্তব্য করুন





_medium_1768739621.jpg)


