ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৯ বিকাল

আলোচনা করতে ইসিতে ছাত্রদলের প্রতিনিধি দল

আলোচনা করতে ইসিতে ছাত্রদলের প্রতিনিধি দল

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান নেওয়া ছাত্রদলের একটি প্রতিনিধি দল ইসি ভবনে প্রবেশ করেছে।

আজ রবিবার বিকেল ৫টায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ইসি ভবনে যায়। সেখানে  ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। আমাদের প্রতিনিধি দলের কয়েকজন সদস্য তাদের সঙ্গে আলোচনায় বসব। তার আগে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করছি।

এর আগে, পূর্বনির্ধারিত ইসি ঘেরাও কর্মসূচি পালন করতে বেলা ১১টায় আগারগাঁও এলাকায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশের ব্যারিকেডের কারণে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেন।

ছাত্রদলের ৩ অভিযোগ হলো—

আরও পড়ুন

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে ইসি পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনা করতে ইসিতে ছাত্রদলের প্রতিনিধি দল

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

বগুড়ার আদমদীঘিতে মাদকসেবীসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেফতার

তারেক রহমানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মির্জা ফখরুল