যশোর-১ আসনে বিএনপি নেতা তৃপ্তির প্রার্থিতা বাতিল
যশোর-১ আসনে বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে বিএনপির পক্ষ থেকে যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
আপিল শুনানির সময় মফিকুল হাসান তৃপ্তি বিএনপির আনুষ্ঠানিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী—এমন কোনো বৈধ কাগজপত্র বা দলীয় অনুমোদনের প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এ কারণে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে।
আরও পড়ুনএর ফলে যশোর-১ আসনে বিএনপির প্রার্থী সংক্রান্ত অনিশ্চয়তার অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1768739621.jpg)





