ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ১২:০৯ রাত

বৃষ্টিতে বাড়তি সুবিধা পেল ভারত, হারল বাংলাদেশ

ছবি: সংগৃহীত, বৃষ্টিতে বাড়তি সুবিধা পেল ভারত, হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বৃষ্টি বিঘ্নিত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ম্যাচে ডিএল মেথডে ১৮ রানে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করে ভারত ৪৮ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ২৩৮ রান করে। অভিজ্ঞান কুন্ডু সর্বোচ্চ ৮০ ও বৈভব সূর্যবংশী ৬৭ বলে ৭২ রান করেন। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ ৩৮ রানে ৫ উইকেট নেন, ইকবাল হোসেন ইমন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট।

জবাবে বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য পরিবর্তিত হয়। শুরুতে ৪৯ ওভারে ২৩৯ রানের লক্ষ্য থাকলেও ১৭ ওভার ২ বলে ২ উইকেটে ৯০ রান করার পর আবার বৃষ্টি নামলে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৬ রান। দ্রুত রান তুলতে গিয়ে বাংলাদেশ ২৮ ওভার ৩ বলে ১৪৬ রানে অলআউট হয়ে যায়।

আরও পড়ুন

লক্ষ্য তাড়ায় শুরুতেই জাওয়াদ আবরার ৩ বলে ৫ রান করে আউট হন। এরপর রিফাত বেগ ও আজিজুল হাকিম তামিম জুটি গড়েন। রিফাত ৩৭ বলে ৩৭ রান করেন এবং তামিম করেন ৭২ বলে ৫১ রানের ফিফটি। তবে তামিমের বিদায়ের পর আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় বিশ্বকাপে হার দিয়ে শুরু করে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার করে এখন বলে মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দেন: রুমিন ফারহানা

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

অষ্টম দিনে আপিল মঞ্জুর ৪৫ জনের, নামঞ্জুর ৩৭