ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:৫০ রাত

রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ (সামাজিক বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৫৯ জন শিক্ষার্থী। আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। গত বছরের মতো এ বছরও এই ইউনিটে মোট ১হাজার ৮৯৭টি আসন সংখ্যা রয়েছে। এ বছর ২৫টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে। তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি।

সরেজমিনে দেখা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল ১০টার আগে থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

পরীক্ষার হলে কোনো ধরণের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত কোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস সাথে নিতে দেওয়া হয়নি। আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব ডীনস কমপ্লেক্স ভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন।

এবার দ্বিতীয়বারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭টি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত ২টি শিক্ষা প্রতিষ্ঠান ও বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে সবজির দামে আগুন

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার বগুড়ার রমজান আলী আকন্দ

পোস্ট বক্স ও চিঠির সেকাল-একাল

চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করায় লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাকাবাড়ির গ্রিল কেটে চুরি