ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:৩৯ রাত

পাবনার চাটমোহরে সবজির দামে আগুন

পাবনার চাটমোহরে সবজির দামে আগুন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: সপ্তাহের ব্যবধানে পাবনার চাটমোহরের বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম। তবে ডিমে কিছুটা স্বস্তি ফিরেছে। মাছ ও মুরগির দামও বেড়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে চাটমোহর পৌর সদরের পুরাতন বাজার ও নতুন বাজারে গিয় এমন তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যনুযায়ী, বাজারে বর্তমানে সব ধরণের সবজির দামেই ঊর্ধ্বগতি। এক সপ্তাহ আগের দামের চেয়ে কোন কোন সবজির দাম ৫ গুণ বেড়েছে। তবে ডিমের দাম আগের মতোই রয়েছে। বেড়েছে মাছ ও মুরগির দাম। বাজারে প্রতিকেজি দেশি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, হলেন্ডার আলু ৩০ টাকা।

একটি ফুল কপি এক সপ্তাহ আগে ১৫ টাকায় মিলতো, এখন এক কেজির দাম ৫০ টাকা থেকে ৬০ টাকা, শিম ৪০ টাকা, বেগুন ৬০ টাকা কেজি, বাঁধাকপির কেজি ৩০ টাকা আর মূলার দাম ৩০ টাকা কেজি যেখানে এক সপ্তাহ আগে এক কেজি মূলা বিক্রি হয়েছে ১০ টাকায়।

করলার কেজি ১২০ টাকা, মিষ্টি লাউ ৩০ টাকা কেজি আর বরবরটির কেজি ৪০ টাকা। পালং শাকের কেজি ৪০ টাকা, লাল শাক ৬০ থেকে ৭০ টাকা আর খেসারী শাকের কেজি ৮০ টাকা। বাজারে টমেটোর কেজি ৮০ টাকা আর শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি।

চাটমোহরের বাজারে ডিম ডজন প্রতি ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায় মিলছে। এদিকে মাংসের বাজারে গরু ও খাসির দামে বড় কোনো পরিবর্তন নেই। গরুর মাংস আগের মতোই ৭০০ টাকা, খাসির মাংস ১০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

সপ্তাহ বা মাসের ব্যবধানে এ দাম অপরিবর্তিত থাকলেও, ক্রেতারা বলছেন, অপরিবর্তিত মানে স্থিতিশীল নয়-এখনকার এই দামই সাধারণ মানুষের নাগালের বাইরে।

অন্যদিকে মুরগির বাজারে দাম বেড়েছে। বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ২৯০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছের বাজার চড়া অবস্থায় রয়েছে। সরবরাহ থাকলেও দামে তেমন কোনো স্বস্তি নেই।

বাজারে রুই মাছ ৩০০ থেকে ৩৬০ টাকা, সিলভার কাপ ২২০ থেকে ২৬০ টাকা, বোয়াল মাছ ৬০০ থেকে ১২০০ টাকা, আইড় ৬০০ থেকে ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা,  সরপুঁটি ৩০০ থেকে ৪৫০ টাকা এবং শিং ৪০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। বাটা মাছ ২০০ টাকা, বাতাসি মাছ ১০০০ টাকা, টাকি ৩৫০ টাকা, সোল ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চাষের মাছের মধ্যে পাঙ্গাস ২০০ থেকে ২৮০ টাকা, বড় সাইজের তেলাপিয়া ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের মধ্যে বড় আকারের চিংড়ি ৭৫০ থেকে ১২০০ টাকা এবং ছোট চিংড়ি ৭০০ থেকে ১০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রমজান মাসে শাকসবজি ও মাছের দাম আরও বাড়বে বলে ব্যবসায়ীদের ধারণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে সবজির দামে আগুন

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার বগুড়ার রমজান আলী আকন্দ

পোস্ট বক্স ও চিঠির সেকাল-একাল

চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করায় লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাকাবাড়ির গ্রিল কেটে চুরি

স্কাউট আন্দোলন বেগবান করতে দক্ষ প্রশিক্ষক হতে হবে কোর্স লিডার তৌহিদ উদ্দিন আহমেদ